দেশের খবর
মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত ১৭! মুম্বইয়ে দু’দিনের জন্য ১৪৪ ধারা জারি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। প্রথম আফ্রিকা থেকে শুরু হলেও এই মুহূর্তে প্রায় ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে। হু হু করে বাড়ছে ওমিক্রম আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছিল। সমস্ত দেশ-বিদেশ থেকে ফেরা নাগরিকদের ওপর বিমানবন্দরে টেস্ট এবং পর্যবেক্ষণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠিক একই পদ্ধতি অবলম্বন করেছে ভারত। তা সত্বেও ভারতে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সারাদেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। তারমধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭ জন, রাজস্থানে ৯ জন, গুজরাতে ৩ জন, কর্ণাটকে ২ জন এবং দিল্লিতে ২ জন রয়েছেন। মহারাষ্ট্রে যে ১৭ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাদের মধ্যে ৩ জন বিদেশ থেকে ফিরেছেন। এছাড়াও সাড়ে তিন বছরের এক শিশুও ওমিক্রনে আক্রান্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় একজন আবার মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দা।
এই ধারাভি বস্তি মুম্বইয়ের ৫২০ একর নিয়ে বিস্তৃত। এই বস্তিতে প্রায় ১০ লক্ষ মানুষের বাস। এই বস্তিকে এশিয়ার বৃহত্তম বস্তি মনে করা হয়। ধারাভি বস্তিতে ওমিক্রন আক্রান্ত ধরা পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তাই মুম্বইয়ে দু’দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির পাশাপাশি পুলিসি নজর দারির নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে ৪৮ ঘণ্টার জন্য। রবিবার পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। এই দু’দিনে গোটা রাজ্যে কোনও বড় মিটিং, মিছিল বা জামায়াত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।