আন্তর্জাতিক
ভারতীয় প্রতিযোগী সহ ১৬ জন করোনা আক্রান্ত! তিন মাস পিছিয়ে গেল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় করোনা আতঙ্ক। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগী মানাসা বারাণসী সহ আরও ১৬ জন প্রতিযোগী করোনায় আক্রান্ত হয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তেলেঙ্গানার বাসিন্দা ২৩ বছর বয়সী মানাসা এবারের ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। গত ১৬ ডিসেম্বর পুয়েত্রা রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু এত জন একসঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ার কারণে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য।
তিন মাস পর পুয়েত্রা রিকোতেই ফিনালের আসর বসবে বলেই জানিয়েছেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রতিযোগী, কর্মী, ক্রু এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সমস্ত সদস্যের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিচার করে ২০২১ মিস ওয়ার্ল্ড পুয়েত্রা রিকোর ফিনালে সাময়িক ভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে।’