দেশের খবর
পাখি শিকারিদের বিরুদ্ধে যৌথ অভিযানে নামল দুই-জেলার বনদফতর, আটক ১৭

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাখি, খরগোশ, গুইসাপ, বেজি সহ অন্যান্য জীবজন্তু শিকারিদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বনদফতর ও পুলিশ। কোচবিহার জেলার অসম-বাংলা সীমান্তের শেষপ্রান্ত বক্সিরহাট থানা সংলগ্ন নাজিরান দেওতিখাতা সংকোশ নদী এলাকার ঘটনা।
জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর পার হতেই প্রতিবেশী রাজ্য অসম থেকে সাঁওতাল আদিবাসীদের প্রায় ৩০ জনের একটি দল তীর-ধনুক, বাটুল দিয়ে প্রতিদিন বক্সিরহাট থানার নাজিরান দেওতিখাতা সহ আলিপুর জেলার বারোবিশার বিভিন্ন এলাকায় পশু-পাখি শিকার করে বেড়য়।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে, সোমবার সকালে যৌথ অভিযানে নামে কোচবিহার জেলার তল্লিগুড়ি ও আটিয়ামোচড়ের রেঞ্জার সহ আলিপুর জেলার বক্সা রেঞ্জের বনদফতরের কর্মী ও পুলিশ আধিকারিকরা। দীর্ঘ তল্লাশি চালিয়ে, সংকোশ নদী সংলগ্ন এলাকা থেকে তীর, ধনুক, বাটুল সহ ১৭ জনকে আটক করা হয়। এছাড়াও প্রায় ২৫ টি সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি অসমের শ্রীরামপুরে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।