দেশের খবর
দেশে একদিনে ওমিক্রনে আক্রান্ত ১৫৬! একদিনে সুস্থ ১৫১, সংক্রমণে শীর্ষে দিল্লি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্বের সঙ্গে ভারতেও হু-হু করে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গতকাল দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল ৪২২। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮-এ। অর্থাৎ দেশে একদিনে ১৫৬ জনের শরীরে ধরা পড়েছে করোনার নয়া প্রজাতি।
ওমিক্রনে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত একদিনে দেশে ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫১ জন। দেশের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন দিল্লিতে। রাজধানীতে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। সুস্থ হয়েছেন ২৩ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। তবে সব থেকে বেশি ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন মহারাষ্ট্রে। কেরলে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। গুজরাতে ৪৯ জন, রাজস্থানে ৪৩ জন আক্রান্ত হয়েছেন। তবে মরু রাজ্যে ৩০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। তেলেঙ্গানায় ৪১ জন, তামিলনাড়ুতে ৩৪ জন এবং কর্ণাটকে ৩১ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
এখনও পর্যন্ত দেশের ১৯ রাজ্যে ওমিক্রনের হদিশ মিলেছে। তবে উপরোক্ত রাজ্যগুলি ছাড়া বাকি অন্যান্য রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ছ’জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও মধ্যপ্রদেশে ৯, অন্ধ্রপ্রদেশে ৬, হরিয়ানা ও ওড়িশায় ৪ জন করে, চন্ডীগড় ও জম্মু কাশ্মীরে ৩ জন করে, উত্তর প্রদেশে ২ এবং হিমাচল প্রদেশ, লাদাখ ও উত্তরাখণ্ডে একজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। করোনার আগের প্রজাতিগুলোর থেকে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা সবথেকে বেশি বলে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন। তবে হঠাৎ করে দেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পিছনে বিশেষজ্ঞরা বিয়ে ও উৎসবের মরসুমকেই দায়ী করছেন।