দেশের খবর
কানপুরের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ১৫০ কোটি টাকার নোট!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঘরের যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু টাকা আর টাকা! একাধিক আলমারিতে, ছোট ছোট বাক্সয় প্লাস্টিকে মোড়া থরে থরে সাজানো নোটের বান্ডিল! উত্তরপ্রদেশের কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটি টাকার নোট বাজেয়াপ্ত করল আয়কর দফতর।
টাকার বান্ডিলের ঠেলায় ঘরে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। ওই ব্যবসায়ীর নাম পীযূষ জৈন। উত্তরপ্রদেশ আয়কর দফতরের পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ঘরের চতুর্দিকে থরে থরে সাজানো টাকার বান্ডিল। আর আয়কর দফতরের কর্মীরা মেশিনের সাহায্যে সেই টাকা গুনছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। পুলিশ, আয়কর বিভাগ তো বটেই, যা দেখে চক্ষু চড়কগাছ আমজনতার। তবে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ১৫০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছে। এখনও গণনা চলছে।
সুগন্ধি দ্রব্যের ব্যবসায়ী পীযূষের আনন্দপুরীর বাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার হয়েছে এই ১৫০ কোটি টাকার নোট। সুগন্ধি ব্যবসার পাশাপাশি তাঁর কোল্ড স্টোর, পেট্রল পাম্পও রয়েছে। মুম্বইয়ের একটি শো-রুমের মালিকও তিনি। কানপুর এবং মুম্বইয়ের আয়কর দফতর যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। আয়কর দফতর সূত্রে খবর, পীযূষের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। পীযূষের সংস্থার বিরুদ্ধে ভুয়ো ইনভয়েসের মাধ্যমে ও ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানো, ভুয়ো সংস্থার নামে ইনভয়েস তৈরি করার অভিযোগ উঠেছিল। তল্লাশিতে ৫০ হাজার টাকার ২০০টি ভুয়ো ইনভয়েস পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে আয়কর দফতর।