আন্তর্জাতিক
আঞ্চলিক ভাষায় কথা বলার অপরাধ, বন্ধুকে ক্লাসের মধ্যেই জ্বালিয়ে দিল ২ সহপাঠী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ভাষা বিতর্ক। আঞ্চলিক ভাষায় কথার বলার অপরাধের প্রতিদান দিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই। নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য ক্লাসের ভিতরেই সহপাঠীকে জ্যান্ত জ্বালিয়ে দিল স্কুলেরই দুই সহপাঠী।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী সুদূর মেক্সিকোর কোয়েরেতারো প্রদেশ। জানা গিয়েছে, ওটোমি জাতির হওয়ার কারণে বছর ১৪-র হুয়ান জ্যামোরানোকে স্কুলে জাতিবিদ্বেষের শিকার হতে হয়।
অভিযোগ, প্রায়ই সহপাঠীরা তার জাত তুলে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত। জ্যামোরানোর পরিবারের আরও অভিযোগ, শুধু সহপাঠীরাই নয়, শিক্ষিকাও জাত তুলে তাকে নানা ভাবে হেনস্থা করতেন।
আরও পড়ুন: Breaking News: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত দুই ছাত্র জ্যামোরানোর বসার আসনে অ্যালকোহল ঢেলে দেয়। জ্যামোরানো সেই আসনে বসলে তার ট্রাউজার্স অ্যালকোহলে ভিজে যায়। অভিযোগ, এর পরই দুই সহপাঠীর মধ্যে এক জন জ্যামোরানোর গায়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় জ্যামোরানোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল জ্যামোরানোর।
আরও পড়ুন: ব্রিটেনে বরিসের পরবর্তী উত্তরসূরি নির্বাচন ৫ সেপ্টেম্বর
এর পরই স্কুল কর্তৃপক্ষ এবং দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জ্যামোরানোর পরিবার। জ্যামোরানোর মাতৃভাষা ওটোমি হলেও সে ওই ভাষায় কথা বলতে চাইত না। কেননা, ওই ভাষায় কথা বললে তাকে স্কুলে উপহাস করা হত। এমনকি জাত তুলেও অপমান করা হত বলে দাবি জ্যামোরানোর পরিবারের আইনজীবী আর্নেস্টো ফ্র্যাঙ্কোর।