বাংলার খবর
তেলের ট্যাংকার থেকে উদ্ধার ১৩০ কেজি গাঁজা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাস্তায় চেকিং করছিল নিউ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ। সব গাড়ির ড্রাইভার নিজের গাড়ির কাগজ দেখিয়ে এবং তল্লাশিতে পুলিশকে সহযোগিতা করছিল। পুলিশ যাওয়ার অনুমতি দেওয়ার পর ড্রাইভার গাড়ি নিজে গন্তব্যের দিকে নিয়ে যায়।
এই ভাবেই চলছিল পুলিশের চেকিং। সব গাড়ি এগিয়ে আসলেও পুলিশ লক্ষ করে চৌপথী মোড়ে একটা তেলের ট্যাংকার দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ভেবেছিল হয়তো গাড়িতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেই মতো পুলিশ নিজের কাজ করতে থাকে। নিজেদের চেকিং শেষ করে যাওয়ার মুহূর্তে ওই ট্যাংকারের কাছে যায় পুলিশ। লক্ষ্য করে গাড়িতে ড্রাইভার বা খাশাশি কেউ নেই। তেলের ট্যাংকার ভেবে প্রথমে বিশ্বাস করে চলে যাওয়ার উপক্রম করতেই মত বদলে চেকিং শুরু করতেই পুলিশের চক্ষু চড়কগাছ হওয়ার যোগার।
তেলের ট্যাংকারে তেল নয়, গাঁজা রয়েছে। একটু আধটু নয় ১৩০ কিলো। ট্যাংকারটি এবং গাঁজা বীরপাড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি জানিয়েছেন, ‘ওই ট্যাংকারটি অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিল। পুলিশের চেকিং দেখেই হয়তো গাড়ির ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়। গাড়ি থেকে ১৩০ কিলো গাঁজা উদ্ধার হয়েছে। পালিয়ে যাওয়ার ওই গাড়ির চালককে ধরা যায়নি। এই গাঁজা পাচার চক্রের সাথে কে বা কারা যুক্ত, তা তদন্ত করে দেখা হবে। ট্যাংকারের চালকের খোঁজ চলছে।’