বাংলার খবর
পথদুর্ঘটনা মৃত ৪ ব্যক্তি সহ ১৩ গবাদি পশু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত রাইবাঘিনী গ্রাম লাগোয়া ননীবালা-কোল্ডস্টোরেজ মেইন গেটের কাছে পথদুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ৪ ব্যক্তি সহ ১৩ গবাদি পশু। আহত কমপক্ষে ৩ জন।
বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত রাইবাঘিনী গ্রাম লাগোয়া ননীবালা-কোল্ডস্টোরেজ মেইন গেটের কাছে হঠাৎই পাঞ্চার হয়ে যায় গরু বোঝাই লরি। সূত্রে খবর লরিটি মেরামতির জন্য রাইবাঘিনী শনি মন্দির লাগোয়া বিষ্ণুপুর- আরামবাগ রাস্তার পাশে দাঁড়ায়। কিন্তু কিছু সময় পরেই বিষ্ণুপুর দিক থেকে কলকাতা দিকে যাওয়া একটি ডাম্পার সজরে ধাক্কা মারে লড়িটিকে। যার জেরে গরুবোঝাই লড়িটি পাল্টি খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ ব্যক্তি সহ ১৩ টি গবাদি পশু। তবে শুধু তাই নয় এই ঘটনায় আহত হয় কমপক্ষে ৩ জন।
আহতদের উদ্ধার করে ২ জনকে কলকাতায় ও ১ জনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে বেশকিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত কোতুলপুরের সিআই, ওসি। তাঁদের প্রচেষ্টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।