দেশের খবর
বৈষ্ণদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ জনের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত দুই বছরে সারা বিশ্বের মানুষ আতঙ্কের মধ্যে কাটিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু আবার নতুন করে থাবা বসিয়েছে ওমিক্রন এবং করোনা। সেই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন বছরে সবাই প্রার্থনা করছে। কিন্তু সেই প্রার্থনা করতে গিয়েই বিপত্তি।
নতুন বছরের শুরুতেই খারাপ খবর। মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে দুর্ঘটনা। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন আরও ১৩ জন। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে রিয়াসি জেলার কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন একাধিক ভক্ত। প্রতি বছরের মতো নববর্ষের শুরুতে পুজো দিতে সেখানে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, গভীর রাতে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। যা ক্রমে হাতাহাতিতে গড়ায়।
এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হন অনেকে। কর্তৃপক্ষের দাবি, সংকীর্ণ পথে ধাক্কাধাক্কির জেরেই অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর আপাতত মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।