৩ অ্যাকাউন্ট থেকে উধাও ১২ লক্ষ টাকা! মাথায় হাত গ্রাহকের
Connect with us

বাংলার খবর

৩ অ্যাকাউন্ট থেকে উধাও ১২ লক্ষ টাকা! মাথায় হাত গ্রাহকের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বহু চেষ্টা করেও হ্যাকারদের আটকানো যাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন কৌশলে ব্যাঙ্কের গ্রাহকদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আজকাল এটিএম থেকে টাকা লুট বা ফোন করে ওটিপি নিয়ে টাকা প্রতারণার ঘটনা প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ঘটল।

ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা তুলে নিল প্রতারকরা। এলআইসির একটি এক লক্ষ্য টাকার চেক বন্ধন ব্যাঙ্কে জমা দেওয়ার পর এমনি ঘটনাটি ঘটেছে। দুবরাজপুরের বাসিন্দা পেশায় মারুতি গাড়ী চালক তপন গড়াইকে গত ৪ জুলাই প্রতারকরা প্রথমে ফোন করে বলে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ইনস্টল করার ঘন্টা খানেকের মধ্যে তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা। এই ঘটনাকে কেন্দ্র করে মাথায় আকাশ ভেঙে পড়েছে অভিযোগকারীর।

দুবরাজপুর থানা ও সিউড়ি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন দুবরাজপুরের বাসিন্দা তপন গড়াই। তিনি জানান, ‘আমি ২ জুলাই দুবরাজপুরের বন্ধন ব্যাঙ্কে এলআইসির একটি ১ লক্ষ টাকার চেক জমা করেছিলাম। আমাকে ৪ জুলাই ব্যাঙ্কের নাম করে বলে আপনার জমা দেওয়া চেকটি জমা হয়ে গেছে। আপনি একটি আযপ ডাউনলোড করে নিন। তাহলে সমস্ত কিছু জানতে পারবেন।’ এরপরই তপন গড়াই একটি অ্যাপ ডাউনলোড করার পর তাঁর তিনটি একাউন্ট থেকে ৫ ও ৬ জুলাই মোট ১১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

Advertisement