বাংলার খবর
বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে ভ্যান নিয়ে ছুটছে ১১ বছরের মেয়ে! পাশে দাঁড়ালেন দেব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পঞ্চাশ বছর বয়সী সুশান্ত মণ্ডলের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বলরামপুরে। পেশায় শ্রমিক সুশান্ত পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। কিন্তু গত কয়েকমাস ধরে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী। চিকিৎসার জন্য টাকার দরকার। কিন্তু, কোথা থেকে আসবে টাকা? দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ১১ বছরের মেয়ে ঝিলিক মণ্ডল।
পরিবারে স্ত্রী ও কন্যা ছাড়া আর কেউ নেই সুশান্তের। এখন পরিবারের একমাত্র ভরসা এই ছোট্ট ঝিলিক। অসুস্থ বাবাকে ভ্যানে চাপিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটছে টাকা জোগাড় করতে। কোনওদিন সঙ্গে থাকেন মা। মেয়ে ভ্যান চালিয়ে নিয়ে যায়। ঘোরে গ্রামে-গ্রামে। রামচন্দ্রপুর থেকে দীর্ঘ রাস্তা ধরে উলুবেড়িয়া শহরে পৌঁছে যাওয়া একটু বেশি সাহায্যের আশায়। শুক্রবার উলুবেড়িয়া বাজারে অসুস্থ বাবাকে ভ্যানে শুইয়ে নিজে ভ্যান চালিয়ে সাহায্যের আবেদন করতে দেখা গেল একরত্তি অসহায় মেয়েটিকে। কেউ সাহায্য করলেও কেউ আবার মুখ ফিরিয়ে নেয়। ১১ বছরের ছোট মেয়ে ঝিলিক বারবার বাবার চিকিৎসার জন্য আবেদন করতে থাকে। ঝিলিকের কথায়, ‘প্রতিদিন বাবাকে নিয়ে ভ্যানে করে ঘুরি।
দাদা, ভাই কেউ নেই। প্রায় দিনই খাওয়া হয় না। সারা দিন পর বাড়ি ফিরে পড়তে বসি।’ চোখের কোণে জল নিয়ে ঝিলিকের অসহায় মা বলেন, চিকিৎসার জন্য অনেক খরচ। সাহায্যের জন্য অনেক জায়গায় ঘুরেছি। পঞ্চায়েত থেকে সাহায্যের আশ্বাস দিয়েছিল। কিন্তু কিছুই হয়নি। তাই মেয়েই বাবার চিকিৎসা, সংসারের ভার তুলে নিয়েছে।’ ষষ্ঠ শ্রেণিতে পাঠরত মেয়ের আবেদনে এবার সাড়া দিলেন অভিনেতা তথা ঘাটালের সংসদ দেব। এমনিতেই অসহায় মানুষের বিপদের কথা শুনে তিনি বার বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এই খবর জানতে পেরে দেব বলেছেন, ‘বাচ্ছারা যখন হাসবে, খেলবে, পড়বে তখন ওই মেয়েটি বাবার চিকিৎসার জন্য ভ্যান চালিয়ে ছুটে বেড়াচ্ছে। দেব ওই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মেয়েটিকে আর যাতে ভ্যান চালিয়ে সাহায্যের আবেদন না করতে হয় তার ব্যবস্থা করবেন। এবং মেয়েটি যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দিয়েছেন। অভিনেতা দেব সবার কাছে আবেদন করেছেন, সবাই যেন এই মেয়েটির পাশে দাঁড়ায়।