মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছুক, BJP ছেঁড়ে তৃণমূলে শতাধিক নেতাকর্মী
Connect with us

বাংলার খবর

মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছুক, BJP ছেঁড়ে তৃণমূলে শতাধিক নেতাকর্মী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েক দিন আগেই হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ পুড়েছে দলের। তার রেশ কাটতে না কাটতে ফের বঙ্গ বিজেপিতে ভাঙ্গন। পদ্ম ছেঁড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী। 

জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কর্মযজ্ঞের সঙ্গী হতে শুধু BJP নয়, TMC-এর ঘরে নাম লেখান বাম-কংগ্রেস সমর্থকরা। একসঙ্গে এত সংখ্যক দলীয় নেতাকর্মীর তৃণমূলে যোগদান ঘিরে স্বাভাবিক ভাবেই চাপের মুখে বঙ্গ বিজেপি।  

সূত্রের খবর, বুধবার পুরাতন মালদহের মুচিয়া অঞ্চলের আনন্দপুর গ্রামে তৃণমূলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভায় বিভিন্ন দল থেকে আসা প্রায় শতাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন। 

Advertisement

আরও পড়ুন: ‘মা কালীকে’ নিয়ে বিতর্কিত মন্তব্য, টুইটারে মহুয়া মৈত্রকে আনফলো করল TMC

 এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি। মুচিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি নন্দ দুলাল সেন সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ।

আরও পড়ুন: রথযাত্রার পঞ্চম দিনে শুরু ‘হেরা পঞ্চমী’

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকা বিজেপির দখলে ছিল। কিন্তু এলাকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং বিভিন্ন প্রকল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে এসেছেন। জেলা তৃণমূল নেতৃত্বরা এদিন মুচিয়া অঞ্চল এলাকার কয়েকশো বিজেপি, সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।  

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.