দেশের খবর
গুজরাত উপকূল থেকে নৌকো-সহ ধৃত ১০ পাক নাগরিক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গুজরাতের সমুদ্র উপকূল থেকে নৌকাসহ ১০ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল উপকূলরক্ষী বাহিনী।
শনিবার রাতে গ্রেফতার করা হয় তাদের। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সমুদ্র উপকূলে টহলদারির সময় ভারতীয় জলসীমায় মধ্যে সন্দেহজনকভাবে ‘ইয়াসিন’ নামে একটি নৌকোকে দেখতে পায় বাহিনী। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘অঙ্কিত’-কে দেখেই নৌকোটি পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে নৌকোটিকে আটক করে বাহিনী। আটক করা হয় নৌকোয় থাকা ১০ পাকিস্তানি নাগরিককেও। নৌকোটি ভারতীয় জলসীমার ১১ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে।
নৌকাসহ ধৃত ১০ জনকে আটক করে পোরবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। কী উদ্দেশ্যে নৌকো নিয়ে ওই ১০ পাকিস্তানি নাগরিক ভারতীয় জলসীমায় ঢুকেছিলেন, তাদের গন্তব্য কোথায় ছিল, তা জেরা করে জানার চেষ্টা করছে বাহিনী। তবে গুজরাত উপকূলে পাক অনুপ্রবেশ এই নতুন নয়। গত বছরের ১৫ সেপ্টেম্বর গুজরাত উপকূল থেকেই নৌকাসহ ১২ জন পাক নাগরিককে গ্রেফতার করেছিল উপকূলরক্ষী বাহিনী। গত বছরের ২০ ডিসেম্বর গুজরাত উপকূলে একটি পাকিস্তানি নৌকা থেকে ৭৭ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল উপকূলরক্ষী বাহিনী। বারবার গুজরাত উপকূলে থেকে পাকিস্তানিদের আটক হওয়া উদ্বেগ বাড়াচ্ছে।