আন্তর্জাতিক
গন্তব্যে যাওয়ার আগেই লাইনচ্যুত ট্রেন, নিহত ১০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার ভোররাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন। ঘটনায় জখম হয়েছেন ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে, পূর্ব ইরানে। রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে টাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহি ওই ট্রেনটি।
এদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে জানা গিয়েছে, বুধবার ভোরে একটি যাত্রীবাহী ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: আবিষ্কার হল ক্যান্সারের ওষুধ! আশার আলো দেখছেন বিজ্ঞানীরা
সূত্রের খবর, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে ইরান সরকার সূত্রে জানানো হয়েছে। এর আগেও ইরানে ২০১৬ সালে ভয়ঙ্কর রেল বিপর্যয় ঘটে।
সেদিনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত শতাধিক মানুষ। শুধু তাই নয়, সারা বিশ্বের পথ দুর্ঘটনার নিরিখে রেকর্ড রয়েছে ইরানের। এই দেশের বিভিন্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় বার্ষিক প্রাণহানির সংখ্যা প্রায় ১৭ হাজার।
আরও পড়ুন: উড়ানে বিপত্তি! বিমানে ধাক্কা মারল মাইক্রো বাস
এত বিপুল সংখ্যক প্রাণহানির কারণ হিসেবে সে দেশের জনগণ অপরিকল্পিত ট্র্যাফিক ব্যবস্থা, উচ্চহারে টোল ট্যাক্স আদায় এবং রাস্তার বহন ক্ষমতার তুলনায় যানবাহনগুলিতে অতিরিক্ত পণ্যবোঝাইকে দায়ি করেছেন।