দেউচাপাঁচাপিতে ১ লক্ষ চাকরি, কমবে বিদ্যুতের দাম, ঘোষণা মমতার
Connect with us

বাংলার খবর

দেউচাপাঁচাপিতে ১ লক্ষ চাকরি, কমবে বিদ্যুতের দাম, ঘোষণা মমতার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভায় ভাষণ রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, দেউচাপাঁচামি থেকেই শুধুমাত্র এক লক্ষ কর্মসংস্থান হবে। সেখানে যে পরিমাণে কয়লা মজুত রয়েছে তাতে ১০০ বছর রাজ্যকে কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না। বিদ্যুতের কোনও সমস্যা হবে না। এবং বিদ্যুতের দাম কমে যাবে বলেও ঘোষণা করেছেন তিনি।

তৃণমূল নেত্রী বলেছেন, ‘দেউচাপাঁচামিতে সবথেকে ভালো মানের কয়লা পাওয়া গিয়েছে। সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে। এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। সেখানে যে পরিমাণ কয়লা মজুত রয়েছে তাতে ১০০ বছর আর আমাদের কয়লা নিয়ে চিন্তা করতে হবে না। বিদ্যুতের কোনও সমস্যা হবে না। দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দামও কমে যাবে।’

কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, কৃষকদের সব থেকে বেশি আয়ের তালিকায় দেশের মধ্যে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় রিপোর্ট বলছে কৃষকদের সবথেকে বেশি আয়ে দেশের মধ্যে প্রথমে রয়েছে বাংলা। আমাদের রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমে গিয়েছে। সেখানে দেশে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে। আমার চ্যালেঞ্জ, একদিকে কৃষি অন্যদিকে শিল্প। জোর করে কারও ঘর ভাঙব না। জোর করে জমি দখল করব না।’

Advertisement

এদিনের সভা থেকে বাংলায় যে বিপুল পরিমান বিনিয়োগ হচ্ছে এবং তার থেকে যে বিপুল সংখ্যায় কর্মসংস্থান তৈরি হবে সেই কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না। এছাড়াও দেউচা পাঁচামিতে ১ লাখের বেশি চাকরি হবে। তাজপুর বন্দর তৈরি হচ্ছে। সেখানেও ১২ হাজার চাকরি হবে। সিলিকন ভ্যালি হচ্ছে। ৫০ হাজার চাকরি হবে। ডানকুনি থেকে পানাগড় হয়ে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ডানকুনি থেকে অমৃতসরের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে। গোটা রাজ্যে ৫০০ শিল্প তালুক তৈরি করেছি।’

তারপরই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা চাই চাকরি হোক। আর বিজেপি চায় চাকরি যাক। তাই ওরা কুটুর কুটুর করে মামলা করছে। ওরা চায় না কেউ চাকরি পাক। বলছে এখানে ভুল, ওখানে ভুল। আমি যদি তোমার রেল, কোল ইন্ডিয়া, সিভিল অ্যাভিয়েশন ধরি, তোমরা কী করেছ বাবা? সব সাধু পুরুষ।’

Advertisement