জাপানের কালো দিন! মহীরুহের অকাল প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রনেতাদের
Connect with us

আন্তর্জাতিক

জাপানের কালো দিন! মহীরুহের অকাল প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রনেতাদের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্ব স্তম্ভিত! জাপানের রাজনীতিতে কালো দিন ছিল শুক্রবার। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

‘প্রিয় বন্ধু’ শিনজো আবের মৃত্যুতে আজ ভারতে রাষ্ট্রীয় শোক পালন। তবে শুধু ভারত নয়, জাপানের মহীরুহ পতনে শোক প্রকাশ করে টুইট করেছেন বিশ্বের বিভিন্ন দেশের তাবড়,তাবড় নেতা-মন্ত্রীরা। আবের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।

শুক্রবার রাতেই টুইট করে তিনি বলেন,”আমার সবচেয়ে প্রিয় বন্ধু শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত এবং দুঃখিত। তিনি ছিলেন একজন অসামান্য বিশ্ব রাজনীতিবিদ, একজন অসামান্য নেতা এবং একজন অসাধারণ প্রশাসক। তিনি জাপান এবং বিশ্বকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন”।

Advertisement

Advertisement

আরও পড়ুন: শেষরক্ষা হল না প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

এদিকে প্রধানমন্ত্রী মোদি কোয়াড বৈঠকে যোগ দিয়েছেন। এশিয়ান-নেতৃত্বাধীন ফোরাম, ইন্দো প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ, এশিয়া-আফ্রিকা গ্রোথ করিডোর এবং কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। সবাই তাঁর অবদান থেকে উপকৃত হয়েছে বলেও এদিন স্মরণ করেন মোদি।

শুক্রবার জারি করা এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ”চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপের (কোয়াড) নেতারা শিনজো আবের মর্মান্তিক হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন। “আমরা, অস্ট্রেলিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক হত্যাকাণ্ডে মর্মাহত। প্রধানমন্ত্রী আবে জাপানের জন্য এবং আমাদের প্রতিটি দেশের সঙ্গে জাপানের সম্পর্কের জন্য একজন পরিবর্তনশীল নেতা ছিলেন।”

Advertisement

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ”বিশ্ব একজন দূরদর্শী ব্যক্তিকে হারাল। আবের হত্যাকাণ্ড “অবিশ্বাস্যভাবে মর্মান্তিক” এবং তিনি গভীরভাবে দুঃখিত। শিনজো আবের হত্যাকাণ্ড অবিশ্বাস্যভাবে মর্মান্তিক এবং আমি গভীরভাবে শোকাহত। বিশ্ব হারিয়েছে এক মহান দূরদর্শী মানুষকে, আর কানাডা হারিয়েছে এক ঘনিষ্ঠ বন্ধুকে। আমরা তাঁর স্ত্রী আকি এবং জাপানের জনগণের সঙ্গে রয়েছি। তোমাকে মিস করা হবে, আমার বন্ধু”।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ‘বন্ধু’ শিনজো আবের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে “আমাদের জনগণের মধ্যে বন্ধুত্বের চ্যাম্পিয়ন” বলেছেন। টুইটারে এটি নিয়ে বিডেন বলেছেন, ”আমার বন্ধু আবে শিনজো, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এই খবরে আমি হতবাক, ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত। তিনি আমাদের জনগণের মধ্যে বন্ধুত্বের একজন চ্যাম্পিয়ন ছিলেন। এই শোকের মুহূর্তে জাপানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র”।

একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল জাপানের প্রতি তার সমবেদনা জানিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবের পরিবার এবং জাপানের জনগণের প্রতি তার গভীর সমবেদনা জানিয়েছেন। এই জঘন্য কাজের কোনও ক্ষমা নেই বলেন তিনি।

অবিশ্বাস্যভাবে দুঃখজনক খবর। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে একথা বলেছেন। কঠিন সময়ে তাঁর বিশ্ব নেতৃত্ব অনেকেই মনে রাখবেন। আমার সমবেদনা তাঁর পরিবার, বন্ধু এবং জাপানি জনগণের জন্য রইল। এই কঠিন ও দুঃখের সময়ে যুক্তরাজ্য আপনাদের পাশে আছে”।

Advertisement

আরও পড়ুন: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!

প্রসঙ্গত, জাপানের রাজনৈতিক ইতিহাসে যুদ্ধ পরবর্তী রাষ্ট্রনেতা বা প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার সময় তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। ৬৭ বছর বয়সী আবে ২০০৬ সালে প্রথমবার জাপানের প্রধানমন্ত্রী হন। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। সময়ের সঙ্গে সঙ্গে সুবিচক্ষণতায় জাপানের রাজনৈতিক পাট সামলেছিলেন তিনি। শুক্রবার বিকেলে তাঁর সেই বর্ণময় রাজনৈতিক জীবনের যবনিকা পড়ে গেল। না ফেরার দেশে জপানের মহীরুহ শিনজো আবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.