হার্ট অ্যাটাকের ওষুধ বিয়ে!
Connect with us

লাইফ স্টাইল

হার্ট অ্যাটাকের ওষুধ বিয়ে!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হৃদরোগের ওষুধ নাকি বিয়ে! সম্প্রতি কার্ডিওলজিস্টদের নতুন গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চারদিক থেকে উঠে আসছে বহু মানুষের মন্তব্য।

আরও পড়ুন: ১২ লাখেই ইচ্ছেপূরণ! মানুষ থেকে কুকুর হলেন যুবক

সম্প্রতি মাদ্রিদের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি থেকে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বিবাহিতদের তুলনায় হৃদরোগে বেশি মারা যান অবিবাহিত ব্যক্তিরা। এর পিছনে যুক্তি হিসেবে রয়েছে, আসলে সামাজিক সমর্থনমূলক কার্যকলাপ মানুষকে দীর্ঘজীবী করে তোলে। বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের পরিস্থিতি সামলানোর আত্মবিশ্বাস কম থাকে। এই পার্থক্যের কারণে, অবিবাহিতদের হৃদরোগের পরে বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

Advertisement

এই গবেষণা অনুযায়ী, অবিবাহিত অসুস্থ ব্যক্তিরা বিবাহিত রোগীদের তুলনায় সামাজিকভাবে একটু কম মেলামেশা করেন। সাধারণত দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে মানসিক অস্থিরতা, অবসাদ দেখা দিতে থাকে। যখন তখন রাগ, মুড সুয়িং, মেজাজ খিটখিটে হতে পারে। শারীরিক ভাবে দেখা যায় পেশির দুর্বলতা, ক্লান্তি, মাথা যন্ত্রণা বা অনিদ্রার মতো সমস্যা। এই গবেষণা চলছে প্রায় ১০২২ জন রোগীর উপর । গবেষণাটি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১০২২ জন হৃদরোগে আক্রান্ত রোগীদের নিয়ে পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে বিবাহিত ছিলেন ৬৩৩ এবং অবিবাহিত ছিলেন ৩৭৬ জন। অপরদিকে বাকিরা ছিলেন কেউ বিপত্নীক আবার কারোর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.