আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, ব্যবধান বাড়ছে BJP-এর
Connect with us

বাংলার খবর

আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, ব্যবধান বাড়ছে BJP-এর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷

আসানসোল:আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভোট গণনার শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তুলনায় প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা৷ প্রথম রাউন্ডের শেষে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী৷

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷ পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, বারাবনি এবং আসানসোল উত্তর- এই চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল৷ আসানসোল দক্ষিণ, রানিগঞ্জ এবং কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷

Advertisement

আরও পড়ুন: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন: ৭৮৭২ ভোটে এগিয়ে বাবুল, দ্বিতীয় স্থানে CPIM

গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এর মধ্যে পাঁচটিতেই এগিয়ে ছিল তৃণমূল৷ ফলে গত দু’টি লোকসভা নির্বাচনে জিতলেও এবারের উপনির্বাচনে আসানসোলে বিজেপি-র কাজটা যে কঠিন হবে, তা আগেই বোঝা গিয়েছিল৷ ভোটের গণনা যত এগোচ্ছে, ততই গণনা কেন্দ্রের বাইরে উল্লাসে ফেটে পড়ছেন আসানসোলের তৃণমূল নেতা- কর্মীরা৷ গুড়- বাতাসা দিয়ে চলছে মিষ্টিমুখ৷ তবে বিজেপি শিবিরের আশা, আরও কয়েক রাউন্ড গণনার পর ব্যবধান কমার সম্ভাবনা এখনও রয়েছে৷

আরও পড়ুন: বালিগঞ্জে এগিয়ে বাবুল, পাল্লা ভারী হচ্ছে সায়রা শাহ হালিমের

Advertisement

আসানসোল লোকসভা কেন্দ্র ছিল বিজেপি-র দখলে৷ ফলে সেই কেন্দ্রটি বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিতে পারলে লোকসভায় যেমন তৃণমূলের সাংসদ সংখ্যা বাড়বে, সেরকমই সম্মানের লড়াইতেও জয়ী হবে তৃণমূল৷

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.