বাংলার খবর
মহিষাদলে মোটরসাইকেল থেকে উদ্ধার ৬ কিং কোবরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি মোটরসাইকেল গ্যারাজ থেকে উদ্ধার হল ৬ কিং কোবরা সাপ। সম্প্রতি ২১ সেপ্টেম্বর মহিষাদল থানার গাড়ুহাটা এলাকায় একটি মোটরসাইকেল গ্যারাজ থেকে পাঁচ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার হয়েছিল। শনিবার আবার গাড়ুহাটার পাশের গ্রাম হরিখালীর একটি মোটরসাইকেল গ্যারাজ থেকে উদ্ধার হল ৬ কিং কোবরা সাপ।
যাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শনিবার গ্যারাজের কর্মচারীরা কাজ করতে গিয়ে দেখতে পায় গ্যারাজে মধ্যে একটি বিষধর সাপ। খবর দেওয়া হয় হলদিয়া বন দফতরকে। তারা এসে গ্যারাজের একটি পরিত্যক্ত মোটরসাইকেলের বাক্সের মধ্য থেকে ৬ কিং কোবরা সাপ উদ্ধার করে প্লাস্টিকের জারে ভরে নিয়ে যায়। পরে সাপগুলি ঝাড়গ্রামের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা। অতিবর্ষণের কারণে গোটা এলাকা দীর্ঘদিন জলমগ্ন। তাই পরিত্যক্ত জায়গায় সাপেরা আশ্রয় নিচ্ছে বলেই মনে করছেন বন আধিকারিকরা।