স্কুলের মধ্যেই ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার বন্দুক
Connect with us

বাংলার খবর

স্কুলের মধ্যেই ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার বন্দুক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  স্কুলছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হল বন্দুক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাইস্কুলে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের নবম শ্রেণীর ছাত্র শেখ ইয়াসিনের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ওই বন্দুকটি। আরও জানা গিয়েছে, এদিন স্কুলের ক্যান্টিনে ওই ছাত্রকে দেখে ব্যাগসহ দেখে সন্দেহ হয় এক শিক্ষকের। অভিযোগ, তার  পকেটে নেশার দ্রব্য ও পাওয়া গিয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, এরপর সন্দেহ হওয়ায় শিক্ষকরা ব্যাগে তল্লাশি করার সময় বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়। মুহূর্তের মধ্যে গোটা স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নন্দকুমার থানার পুলিশ পৌঁছে বন্দুক সহ ওই ছাত্রকে আটক করেছে।

আরও পড়ুন: ‘দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না’ , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির

জানা গিয়েছে, শেখ ইয়াসিন নামে ওই নবম শ্রেণীর ছাত্রের বাড়ি নন্দকুমার থানার শ্রীধরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকটি বুলেট ব্যবহারের বন্দুক নয়। সে কোথা থেকে বন্দুকটি পেল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিদ্যালয় সহ গোটা এলাকায়।

Advertisement