সরকারি চাকরির দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় স্কুল শিক্ষক
Connect with us

বাংলার খবর

সরকারি চাকরির দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, কাঠগড়ায় স্কুল শিক্ষক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বারবার সতর্ক করা সত্ত্বেও কিছুতেই টনক নড়ছে না। সরকারি চাকরি পাওয়ার আশায় প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থা বহু বেকার যুবক-যুবতীদের। পুলিশ প্রশাসনের তরফে এই বিষয়ে সতর্ক করা হলেও তার তোয়াক্কা না করেই ফের প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারনায় গ্রেফতার করা হয়েছে ওই স্কুল শিক্ষককে। শনিবার চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন: দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়ে, অথৈ জলে পরিবার

Advertisement

পুলিশ জানিয়েছেন, ধৃত স্কুল শিক্ষকের নাম দিলীপ বাড়ুই। অভিযুক্ত দিলীপ বাড়ুই কাঁকগেছিয়া স্কুলে কর্মরত ছিল। বিভিন্ন ব্যক্তির কাছে স্কুল সহ সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: EPF-এ সুদের হার কমল, মাথায় হাত মধ্যবিত্তের

এরপরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত এক ব্যক্তি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ধৃতকে এদিন আদালতে তুলে ের পিছনে আর কে-কে জড়িত আছে তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement