খেলা-ধূলা
রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের মামলায় চূড়ান্ত রায় দিল লাস ভেগাস আদালত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বড়সড় স্বস্তি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘাড় থেকে নামল কলঙ্কের বোঝা। তাঁর বিরুদ্ধে ওঠা ১৩ বছর আগের এক ধর্ষণের অভিযোগের মামলা খারিজ করে দিল লাস ভেগাসের এক মার্কিন জেলা বিচারক। পর্তুগিজ সুপারস্টারের বিরুদ্ধে এইরকম মিথ্যে অভিযোগ আনার জন্য মামলাকারীর আইনজীবীকেও তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি জেনিফার ডরসি।
রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে ২০০৯ সালে।নেভাদার বাসিন্দা ক্যাথরিন মায়োর্গা নামে এক মহিলা অভিযোগ করেন লাস ভেগাসের এক হোটেলের ঘরে তাঁকে শারীরিক নির্যাতন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে যায়। তবে অভিযোগকারিণী ওই মহিলা গত বছরের সেপ্টেম্বরে লাস ভেগাস আদালতে মামলা করেন রোনাল্ডোর বিরুদ্ধে। তারপর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ঘটনা ঘটার ১২ বছর পর তিনি কেন আদালতের দ্বারস্থ হলেন! তার উত্তরে মায়োর্গা জানিয়েছিলেন, ঘটনাটি নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার জন্য তিনি রোনাল্ডোর সঙ্গে প্রথমে সমঝোতার পথে হাঁটতে চেয়ে ছিলেন। ৩ লক্ষ ৭৫ হাজার ডলারে গোটা বিষয়টি রফা করতে চেয়ে ছিলেন তিনি। কিন্তু পর্তুগিজ ফুটবল তারকা তাতে নাকি রাজি হননি। তারপরই তিনি প্রচণ্ড ভেঙে পড়েন এবং আলোচনায় আর না গিয়ে আদালতের দ্বারস্থ হন।
গত শুক্রবার সেই মামলার ৪২ পৃষ্ঠার রায় দিতে গিয়ে বিচারক জেনিফার ডরসি অভিযোগকারিণী মায়োর্গার অ্যাটর্নিদেরকে ‘সঠিক মামলা প্রক্রিয়ার অপব্যবহার এবং স্পষ্ট প্রতারণার’ জন্য তীব্র ভর্ৎসনা করেছেন। সেই সঙ্গে বলেছেন, মায়োর্গার করা এই মামলাটি খারিজ করে দিয়েছেন।
অপরদিকে রবিবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। শুধু রোনাল্ডোই নয়, সুইজারল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে আরও দুই তারকা জোয়াও মোউটিনহো এবং রাফায়েল গুয়েরিওরোকেও। তবে চোট বা আঘাতের জন্য নয়, ম্যানেজমেন্টের জন্যই এই তিন ফুটবলারকে দলের বাইরে রাখা হয়েছে বলে শনিবার লিসবনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পর্তুগিজ কোচ। সেই কারণে ওই ম্যাচ খেলতে জেনেভা উড়ে যাওয়ার আগে পর্তুগাল দলের চূড়ান্ত প্র্যাকটিসেও মাঠে দেখা যায়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী সিআর সেভেন-কে। এই মুহূর্তে নেশনস লিগের গ্রুপ-২ তে শীর্ষে রয়েছে পর্তুগাল।