রাজ্যে আবারও বাড়ল সংক্রমণ-মৃত্যু, কলকাতা পুলিশে ২৮ কর্মী করোনা আক্রান্ত! 
Connect with us

বাংলার খবর

রাজ্যে আবারও বাড়ল সংক্রমণ-মৃত্যু, কলকাতা পুলিশে ২৮ কর্মী করোনা আক্রান্ত! 

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার কিছুটা স্বস্তি দিলেও রাজ্যে আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। এরমধ্যে শুধুমাত্র কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৯ জন। তবে সবথেকে উদ্বেগের বিষয় হল, কলকাতা পুলিশে ২৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সবাইকেই আপাতত আইসোলেশনে রাখা হয়েছে বলে সূত্রের খবর।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়াতেও একশোরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে কালিম্পঙে গত একদিনে একজনও করোনা আক্রান্ত হননি বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ লক্ষ ৫৬ লক্ষ ২৮৫ জন।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ৫ জন। রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৫১ জনের। তবে সংক্রমণের হার কিছুটা কমেছে। মঙ্গলবার সংক্রমণের হার কমে হয়েছে ১৮.৪৬ শতাংশ। সোমবার তা ছিল ২০ শতাংশের উপরে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৯ হাজার ১৫৪ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ৯৭.৭১ শতাংশ। একদিনে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,৬০০-এর বেশী। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮০ জনে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪০৬টি।

Continue Reading
Advertisement