বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ ১৫ শিশু! 
Connect with us

বাংলার খবর

বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ ১৫ শিশু! 

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুর্শিদাবাদের ইসলামপুরে বিষাক্ত ফল খেয়ে বিষক্রিয়ায় প্রায় ১৫ শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরের মল্লিক পাড়ায়। দুই শিশুর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গিয়েছে, ইসলামপুরের মল্লিকপাড়া সংলগ্ন এলাকার ৫ থেকে ১০ বছর বয়সী ১৫ শিশু বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে খেলাধূলা করছিল। তখনই মাঠের পার্শ্ববর্তী এলাকার ঝোপে বুনো জামাল গোটার ফলকে বাদাম বলে খেয়ে ফেলে তারা। সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই তাদের পেটে তীব্র যন্ত্রণা ও বমির উপসর্গ দেখা দেয়। একে একে এলাকার সব বাড়িতেই একই ঘটনা ঘটতে থাকায় সন্দেহ হয়।

বৃহস্পতিবার গভীর রাতেই অসুস্থ শিশুদের ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই দু’জনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ওই শিশুদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে রানীনগর-১ ব্লক স্বাস্থ্য প্রশাসন। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সুশোভন সাহা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement