বাংলার খবর
বাঁকুড়াতেও ধরাশায়ী পদ্মফুল, বিজেপি বিধায়কের গড়ে জয়ী TMC

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরভোটে সেঞ্চুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দিকে-দিকে জয়ী রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস (TMC)। কার্যত সবুজ সুনামিতে ধরাশায়ী গেরুয়া বাহিনী(BJP)। তবে আশার আলো জাগিয়ে ক্রমশ উদ্ভাসিত হচ্ছে লালদুর্গ।
জানা গিয়েছে, সোমবার বাঁকুড়া জেলা সহ ১০৮টি পুরসভার ফলাফল প্রকাশিত হয়। আর ভোটের ফল প্রকাশ হতেই মুখে চওড়া হাসি তৃণমূলের। বাংলার অন্যান্য জেলার পাশাপাশি সবুজ কালবৈশাখী বয়ে গিয়েছে দক্ষিণের জেলা বাঁকুড়াতেও।
তবে ২০২২ সালের পুরযুদ্ধে বাঁকুড়াবাসীর সবথেকে বেশি যে ওয়ার্ডের দিকে নজর ছিল তা হল ১৬নং ওয়ার্ড। এই ওয়ার্ডেই বাঁকুড়ার বর্তমান বিজেপি সাংসদ এবং বর্তমান বিধায়কের বাড়ি। আর এই ওয়ার্ড থেকে বিদায়ী কাউন্সিলার ছিলেন বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রী শেখর দানা।
জানা গিয়েছে, এবারের পুরভোটেও তার নাম প্রার্থীপদে মনোনিত হলেও তিনি নির্বাচনী লড়াই থেকে সরে আসেন। যার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল তৃণমূল-বিজেপির জোর তর্জা। তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ‘বিধায়কের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবার জন্য তিনি ভয়ে সরে গিয়েছেন।’ কিন্তু সোমবার ভোটের ফলাফল প্রকাশ হতেই সেই কথায় যেন সত্যি হয়ে ধরা দিল।
বাঁকুড়াতেও কার্যত মাটিহারা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রায় ১২০০ ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী সোনাই ঘোষাল।
বিধায়ক এবং সাংসদের ওয়ার্ডে এই জয় কার্যত চ্যালেঞ্জকে পার করার সমান। যদিও জেলায় জেলায় বিজেপির এই ভরাডুবির কারণ বৈঠক করে খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও এই হারের বিষয়ে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রী শেখর দানা এবং বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার কোনও মুখ খুলতে চাননি।