বাংলার খবর
প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে হাজতবাস যুবকের, জেলেই হল বিয়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে কয়েক মাস আগেই জেলে যেতে হয়েছে। আর জেলে গিয়েই নিজের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হয়েছেন। অবশেষে আদালতের নির্দেশে সোমবার মেদনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই অভিযুক্ত যুবক এবং অভিযোগকারিণীর চার হাত এক হল।
খড়্গপুর টাউন থানা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেননি ওই যুবক। অভিযুক্ত যুবকের বাবাও ওই তরুণীকে বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। মাসখানেক আগে অভিযুক্ত যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই ওই যুবক এবং তাঁর বাবাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাঁদের দু’জনকেই জেলহাজতের নির্দেশ দেয়।
আদালত তাঁদের জামিনের আবেদনও খারিজ করে দেয়। তারপরই বোধোদয় হয় ওই যুবকের। এবং জেলে বসেই প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। অভিযুক্ত যুবকের আইনজীবী সেই ইচ্ছার কথা মেদিনীপুর আদালতকে জানান। সেই আবেদনের ভিত্তিতে আদালত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে বিয়ের আয়োজন করার নির্দেশ দেয়। সেইমতো সোমবার দুপুরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই বিয়ের আয়োজন করা হয়েছিল। জেল আধিকারিক ও আইনজীবীদের উপস্থিতিতেই দু’জনের বিয়ে হয়। সামাজিক রীতিতে বিয়ের পরই হয় রেজিস্ট্রি। বিয়ের বিষয়টি পরবর্তী শুনানিতে আদালতকে জানানো হবে এবং তখনই বিবাহ সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেল কতৃপক্ষ।