বিনোদন
পল্লবীর মৃত্যু কাণ্ডে সাগ্নিকের জামিনের আবেদন খারিজ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পল্লবীর মৃত্যু রহস্যে সাগ্নিকের জামিনের আবেদন খারিজ। ৩০ মে পর্যন্ত লিভ ইন পার্টনারের পুলিশ হেফাজত। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ২৬মে সাগ্নিকের পুলিশি হেফাজত শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাঁর জামিনের আর্জি খারিজ কড়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সাবধান! শনির প্রভাব পড়তে চলেছে এই ৪ রাশি ওপর
তদন্তকারীদের দাবি, তদন্তে সাগ্নিকের প্রচুর টাকার খোঁজ পাওয়া গিয়েছে। বেআইনি কল সেন্টার চালিয়ে মানুষকে প্রতারিত করে সেই টাকা উপার্জন করেছেন তিনি। সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁর কল সেন্টারে আটজন কর্মীর বেতনের জন্য সাগ্নিক মাসে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি ব্যয় করতেন।
তবে সাগ্নিকের আয়ের অঙ্ক নির্দিষ্ট নয়। মাস দুই তিন লক্ষ টাকার রোজগার করতেন সাগ্নিক। যা পল্লবীর মাসিক আয়ের তুলনায় প্রায় দুই বা তিনগুণ বেশি। উল্লেখ্য, এক সপ্তাহ আগে গড়ফার গাঙ্গুলিপুকুরের আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে।
পুলিশ সূত্রের দাবি, পল্লবীর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হয়েছে। ৫৭ লক্ষ টাকা পেমেন্টের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এরপরেই পল্লবীর বাবাকে ফৌজদারি মামলার ৯১ ধারায় নোটিশ পাঠায় তদন্তকারী আধিকারিক। আর্থিক প্রতারণার অভিযোগের সপক্ষে যাবতীয় প্রমাণ নথিপত্র থানায় এসে পেশ করতেও বলা হয়। পুলিশ সূত্রের দাবি, এখনও কোন নথি তারা দেননি এবং অভিযোগকারীরা থানায় এসে দেখাও করেননি।