খেলা-ধূলা
টিটাগড়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু নাইজেরিয়ান ফুটবলারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক নাইজেরিয়ান ফুটবলারের। মৃত ওই ফুটবলারের নাম এন গেসান বলে জানা গিয়েছে। তাঁর বয়স ২৪। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট থেকেই তাঁর নাম ও পরিচয় জানা গিয়েছে।
জানা গিয়েছে, বারাকপুরের দিক থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনটি টিটাগড়ে গান্ধী প্রেম নিবাসের কাছে আসতেই চলন্ত ট্রেন থেকে দুই ও তিন নম্বর লাইনের মাঝে পড়ে যান ওই যুবক। পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। সেখান থেকে তিনি নিজেই উঠে কোনও রকমে গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে যান। এবং সেখানেই পড়ে যান। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই বারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ঘন্টা দু’য়েক চিকিৎসাধীন থাকার পরেই মৃত্যু হয় ওই নাইজেরিয়ান ফুটবলারের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাইজেরিয়ান ফুটবলার আরও অনেকের সঙ্গে বারাসতে থাকতেন। বিভিন্ন দলের হয়ে খেপ খেলতেন। সেরকমই শনিবার খেলে ফেরার পথেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এবং মৃত্যু হয়। কী ভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেলেন, তা এখনও কারও কাছেই পরিষ্কার নয়। তা খতিয়ে দেখছে বারাকপুর রেল পুলিশ। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।