বিনোদন
গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ কিছুদিন ধরেই চলছিল রোদ্দুর রায়কে ঘিরে বিতর্ক। এসবের মাঝেই মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্য। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক তৃণমূল নেতা। এই অভিযোগ দায়ের করে ওই নেতা বলেন, “সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। আর সেই কারণেই পুলিশে অভিযোগ দায়ের করেছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।” সেই মত ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার সেলের গোয়েন্দারা। আগামীকাল কলকাতায় নিয়ে আসা হবে রোদ্দুর রায়কে। যদিও এই নিয়ে পুলিশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে নজরুল মঞ্চে এক গানের অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত বলিউড গায়ক কে কে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কিন্তু তাঁর এই মৃত্যু ঘিরে রয়েছে নানা বিতর্ক। চলে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গকে টেনে ফেসবুর লাইভ করে রোদ্দুর রায়। পশ্চিমবঙ্গের রাজনীতি, দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তিনি। এরপরই অভিযোগ জমা পড়ে তাঁর বিরুদ্ধে।
তবে এই প্রথমবার নয়, এর আগেও ১২ মে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল। পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ দায়ের করেন বিজয় বন্দ্যোপাধ্যায়। জামিন অযোগ্য ধারায় একাধিকবার এফআইআর দায়ের পর অবশেষে গ্রেফতার হলেন রোদ্দুর রায়।