খেলা-ধূলা
কাবুলে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত অনেকেই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আফগানিস্তানের কাবুলে আবারও বিস্ফোরণ। শুক্রবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শপেজেজা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চলাকালীন এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। আকস্মিক এই বিস্ফোরণে হতভম্ব হয়ে পড়েন মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রা। সঙ্গে সঙ্গেই সমস্ত খেলোয়াড়দের নিরাপদে এক বাঙ্কারের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে বন্দ-ই-আমির ড্রাগন বনাম পামির জালমি দলের ম্যাচ চলাকালীন। বিস্ফোরণের সময় স্টেডিয়ামে জাতিসংঘের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই বিস্ফোরণে সমস্ত খেলোয়াড়রা নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে।
Shpageeza Cricket League হল একটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২০১৩ সাল থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতি বছর দেশে এই ক্রিকেট লিগের আয়োজন করে। আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হয় এই টি-২০ টুর্নামেন্ট। এই লিগে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি, বিদেশি, ‘এ’ দলের খেলোয়াড়, অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের পাশাপাশি খেলেন সংশ্লিষ্ট নাম করা খেলোয়াড়রাও।
এই বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই আত্মঘাতী হামলার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। বোমা ফাটা মাত্রই স্টেডিয়ামে হুলুস্থুল পড়ে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে বিস্ফোরণের ভিডিও। ভিডিওটি স্টেডিয়ামের যে প্রান্তে বিস্ফোরণ হয়েছে তার অপর প্রান্ত থেকে করা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিভাবে উপস্থিত দর্শকরা বিস্ফোরণের আওয়াজ শুনে এবং কালো ধোঁয়া দেখে স্টেডিয়াম থেকে পালানোর চেষ্টা করছেন।