বাংলার খবর
অচলাবস্থা অব্যাহত বিশ্বভারতীতে, তালা ঝুলছে বিভিন্ন ভবনে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visvabharati University)। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বিশ্বভারতীর অধিকাংশ ভবনে ঝুলছে তালা। আবারও অচলাবস্থা শিকার বিশ্বভারতী। ছাত্র-ছাত্রীর আগেই তাদের পরীক্ষা বয়কট করেছিল এবার ভবনে ঝুলছে তালা। যদিও এই তালা কারা লাগিয়েছে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্র-ছাত্রীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাঁদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই ভাবেই অচলাবস্থা চলবে বিশ্বভারতী জুড়ে। বিশ্বভারতী সূত্রে খবর, খোলা হয়েছে কেন্দ্রীয় অফিস সেখানে কর্মীরা সোমবার থেকে কাজ শুরু করবে। অন্যদিকে, ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছে। পরীক্ষা দিচ্ছে না অনেকেই। তাঁদের দাবি অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইনে পরীক্ষা নিতে হবে ও সমস্ত হোস্টেল খুলতে হবে। কোর্টের রায় তাঁরা মানছেন না এমনটাই জানাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরও মেলেনি রেহাই, অবস্থান-বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতীতে
এদিকে, গত সোমবার থেকে বিশ্বভারতী কর্মসচিব আশিষ আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, জয়েন্ট রেজিস্ট্রার অশোক মাহাতো সেন্ট্রাল অফিসে বন্দী হয়ে আছেন। যদিও এই বিষয়ে পড়ুয়াদের দাবি, ”আমরা অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণ ভাবে। বিশ্বভারতীর কোনও আধিকারিককে ঘেরাও করিনি। হোস্টেল খোলা, অনলাইন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবেনা।”
আরও পড়ুন: দোল-হোলি উৎসব উপলক্ষ্যে মালদহে বাড়ছে হার্বাল আবিরের চাহিদা
শুধু তাই নয়, মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে তিনদিন ধরে উত্তাল হয়ে রয়েছে কবিগুরুর শান্তিনিকেতন (Santiniketan)। বন্ধ রয়েছে পঠন পাঠন থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত কাজকর্ম। এদিকে পড়ুয়াদের দাবি, যতক্ষণ না বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলি না মানছেন ততক্ষণ পর্যন্ত অর্নিদিষ্ট কালের জন্য তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে এই অবস্থান-বিক্ষোভের জেরে গত তিনদিন ধরে অচলায়তন অবস্থা চলছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে।